সুবর্ণচরে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত
নিজস্ব প্রতিনিধি:
শনিবার (২ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের আয়োজনে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা পরিষদের সামনে এসে পতাকা উত্তোলন শেষে পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
সভায় উপজেলার ইউনাইটেড মাল্টিপারপাসের ম্যানেরজার আইয়ুব আলীর সঞ্চালনায় উপজেলা সমবায় কর্মকর্তা আলমগীর কবির খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশিদ।
এ সময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ফখরুল ইসলাম, মৎস কর্মকর্তা মুহাম্মদ ফয়জুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. খুরশিদ আলম, সমাজসেবা অফিসার মো. নরুন নবী, সততা মাল্টিপারপাসের সভাপতি মো. নরুল হুদা, সম্পাদক আবদুল কাইয়ুম প্রমুখ
এসময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সমবায় সমিতি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, সাংবাদিক, শিক্ষকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।