1. my@subarnabarta.online : সুবর্ণ বার্তা : সুবর্ণ বার্তা
  2. info@www.subarnabarta.online : সুবর্ণ বার্তা :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন

চট্টগ্রামে আবদুল হান্নান মাসুদকে গণসংবর্ধনা 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৬১ বার পড়া হয়েছে

চট্টগ্রামে আবদুল হান্নান মাসুদকে গণসংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:

অসম জুলাই আন্দোলনের ঘোষক, বৈষম্য বিরোধী ছাত্র ঐক্যের মূখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদকে চট্টগ্রামস্থ “হাতিয়া ছাত্র-যুব পরিষদ” -র পক্ষ থেকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

গতকাল বিকেল ৩টায় চট্টগ্রাম এলজিইডি ভবনে এ সংবর্ধনা দেয়া হয়।

হাতিয়া ছাত্র-যুব পরিষদের সভাপতি আকতার হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর দায়রা জর্জ আদালতের অতিরিক্ত বিচারক মোহাম্মদ আমিরুল ইসলাম, চট্টগ্রাম জেলা ক্রিড়া অফিসার কাজল, নোয়াখালী জেলা মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তানভীর ইরাক।

এছাড়া উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম জেলার সমন্বয়ক এজিএম বাপ্পি এবং মোহাম্মদ তানভীর শরিফ, হাতিয়া ছাত্র যুব পরিষদের সহ-সভাপতি মোহাম্মদ ফিরোজ উদ্দিন (রাজু), হাজ্বী মোহাম্মদ মহসিন কলেজের হাতিয়া স্টুডেন্টস ফোরামের সভাপতি মোহাম্মদ ওসমান গণি। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়, চটগ্রাম কলেজ, সিটি কলেজ, মহসিন কলেজ, কমার্স কলেজ, কুয়াইশ কলেজ চট্টগ্রামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার ৫ শতাধিক হাতিয়াবাসী।

এসময়, হাতিয়াবাসীর পক্ষ থেকে উপস্থিত বক্তারা হাতিয়ার চলমান বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তারা আশা করেন আব্দুল হান্নান মাসুদ এই সমস্যাগুলো শীঘ্রই সমাধান করার চেষ্টা করবেন। বিশেষ করে নদীপথে যাতায়াত এবং চিকিৎসা ব্যবস্থা, বিদ্যুতের সমস্যা তুলে ধরেন। হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাট পর্যন্ত ফেরি চালুর কথা বলেন। চট্টগ্রাম থেকে হাতিয়ার জাহাজ চলাচলের  সমস্যা তুলে ধরেন। হাতিয়াতে বর্তমানে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি সহ যাবতীয়  সমস্যা তুলে ধরেন।

এসময়, আবদুল হান্নান মাসুদ বলেন, সব কিছুর আগে আমাদের রাষ্ট্র কাঠামো ঠিক করতে হবে। স্বৈরাচার কর্তৃক প্রণীত ১৯৭২ এর সংবিধান রেখে আমাদের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। এজন্য আমাদের সময় দিতে হবে। আর আমাদের সকলকে সজাগ থাকতে হবে স্বৈরাচার যেন পুনরায় জেগে উঠতে না পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট