আন্তর্জাতিক অঙ্গনে মৌ মধুবন্তীর গান
বাংলা গীতিকবিতায় ইতিমধ্যে প্রতিভার স্বাক্ষর রেখেছেন কবি ও লেখক মৌ মধুবন্তী। বহুমাত্রিক লেখক মৌ মধুবন্তী সাম্প্রতিক সময়ে ইংরেজীতেও লিখছেন গীতিকবিতা। প্রেম ও প্রকৃতির কবি মৌ মধুবন্তী এর 'গ্লোবট্রটার' নামক ইংরেজি গানে সার্বিয়ান সুরকার ও সঙ্গীত পরিচালক ড্রাগান রেডভিক সম্প্রতি করেছেন সুরারোপ। তাতে কণ্ঠ দিয়েছেন সার্বিয়ান শিল্পী সার্জেন সিমুন্যুভিক সেন্ডেন, ড্রাগান রেডভিক এবং ভায়োলেতা বজোভিক। তিনজনের দলীয় সঙ্গীতটিতে পাওয়া যায় সুর শব্দের যাদুর পরশ। বোধহয় সে জন্যে গানটি ইউরোভিশন টেলিভিশনের সঙ্গীত প্রতিযোগিতার জন্য প্রাথমিক ভাবে মনোনীত হয়েছে।
স্লোবোদন স্তেনোভিক (সার্বিয়া) এর পরিকল্পনায় ভিডিও চিত্রটি কি যে ভালো লাগাবোধ তৈরি করে।
এ প্রতিবেদককে বাঙালি কবি ও লেখক মৌ মধুবন্তী (কানাডা প্রবাসী) মুঠোফোনে বলেন, আমার ইংরেজী ভাষায় লেখা গান সার্বিয়ান নাগরীকেরা গেয়েছেন, বিভিন্ন দেশের মানুষ শুনতেছন এবং ইতিবাচক মন্তব্য করছেন যা একজন গীতিকার হিসেবে আমার বড় প্রাপ্তি। তিনি আরও বলেন এটি আমার 'মৌ মধুবন্তী ইউটিউব চ্যানেল' এবং সার্বিয়ান শিল্পী সেন্ডেনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়।