1. my@subarnabarta.online : সুবর্ণ বার্তা : সুবর্ণ বার্তা
  2. info@www.subarnabarta.online : সুবর্ণ বার্তা :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০২:২৩ অপরাহ্ন

আন্তর্জাতিক অঙ্গনে মৌ মধুবন্তীর গান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৫০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক অঙ্গনে মৌ মধুবন্তীর গান

নেয়ামত উল্যাহ তারিফ:

  • গুণীজনেরা বলেন- আগুন, পানি, বাতাস ও প্রতিভাকে কেউ কখনো আটকে রাখতে পারে না। প্রতিভা সেতো সব সময়- প্রজাপতির পাখার মতো রঙিন, ফুলের মতো সৌরভিত, সূর্যের মতো তেজদীপ্ত, জোছনার মতো মায়াময়। তাইতো প্রতিভাবানরা মানব মনে বেঁচে থাকেন যুগ হতে যুগান্তর ধরে, শতাব্দী হতে শতাব্দী ধরে।

বাংলা গীতিকবিতায় ইতিমধ্যে প্রতিভার স্বাক্ষর রেখেছেন কবি ও লেখক মৌ মধুবন্তী। বহুমাত্রিক লেখক মৌ মধুবন্তী সাম্প্রতিক সময়ে ইংরেজীতেও লিখছেন গীতিকবিতা। প্রেম ও প্রকৃতির কবি মৌ মধুবন্তী এর ‘গ্লোবট্রটার’ নামক ইংরেজি গানে সার্বিয়ান সুরকার ও সঙ্গীত পরিচালক ড্রাগান রেডভিক সম্প্রতি করেছেন সুরারোপ। তাতে কণ্ঠ দিয়েছেন সার্বিয়ান শিল্পী সার্জেন সিমুন্যুভিক সেন্ডেন, ড্রাগান রেডভিক এবং ভায়োলেতা বজোভিক। তিনজনের দলীয় সঙ্গীতটিতে পাওয়া যায় সুর শব্দের যাদুর পরশ। বোধহয় সে জন্যে গানটি ইউরোভিশন টেলিভিশনের সঙ্গীত প্রতিযোগিতার জন্য প্রাথমিক ভাবে মনোনীত হয়েছে।

স্লোবোদন স্তেনোভিক (সার্বিয়া) এর পরিকল্পনায় ভিডিও চিত্রটি কি যে ভালো লাগাবোধ তৈরি করে।

এ প্রতিবেদককে বাঙালি কবি ও লেখক মৌ মধুবন্তী (কানাডা প্রবাসী) মুঠোফোনে বলেন, আমার ইংরেজী ভাষায় লেখা গান সার্বিয়ান নাগরীকেরা গেয়েছেন, বিভিন্ন দেশের মানুষ শুনতেছন এবং ইতিবাচক মন্তব্য করছেন যা একজন গীতিকার হিসেবে আমার বড় প্রাপ্তি। তিনি আরও বলেন এটি আমার ‘মৌ মধুবন্তী ইউটিউব চ্যানেল’ এবং সার্বিয়ান শিল্পী সেন্ডেনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট