ভয়াল ২৮ অক্টোবর
<>ফিরে দেখা
আজ ভয়াল ২৮ শে অক্টোবর। বাংলাদেশের ইতিহাসের সবচাইতে কলঙ্কিত একটি দিন। ২০০৬ সালের এইদিনে ঢাকার বায়তুল মোকাররমের উত্তর গেইটে চলছিল ৪দলীয় জোটের পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ সমাবেশ। হঠাৎ এই শান্তিপূর্ণ সমাবেশে বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থান করা আওয়ামী নেতাকর্মীরা লগি বৈঠা ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে।
এ প্রসঙ্গে ইসলামী ছাত্রশিবিরের তৎকালীন কেন্দ্রীয় অফিস সম্পাদক, সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মুহাম্মদ রেজাউল করিম জানান, ২৮ অক্টোবর আওয়ামী নরপশুরা যেভাবে প্রকাশ্য দিবালোকে লগি-বৈঠা দিয়ে মানুষকে হত্যা করেছিল আধুনিক সভ্যতার ইতিহাসে এই রকম আরেকটি ঘটনা বিরল। কিন্তু আমাদের নতুন প্রজন্মের কাছে আওয়ামী লীগের এমন জঘন্য ইতিহাস নতুন হলেও আওয়ামী লীগ তাদের রাজনৈতিক জীবনের তার পুনরাবৃত্তি করেছে অসংখ্যবার। রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণেই আওয়ামী লীগ সিরাজ শিকদারসহ ৪০ হাজার নেতাকর্মীকে হত্যার জঘন্য ইতিহাস তৈরি করেছে। প্রকাশ্য দিবালোকে সংসদের স্পিকার ও সংসদ সদস্য হত্যার খারাপ দৃষ্টান্ত সম্ভবত পৃথিবীর ইতিহাসে আওয়ামী লীগই ঘটিয়েছে। তবে বিগত জুলাই বিপ্লবে প্রায় মাসখানেক ধরে ক্ষসতায় থাকা অবস্থায় সারাদেশে চালানো তাদের নৃশংসতার ফলে বর্তমান প্রজন্মের কাছেও আওয়ামীলীগের চরিত্র আজ স্পষ্ট।