সরকারের ভুল সীদ্ধান্তের কারণে দেশে প্রতিবিপ্লব অত্যাসন্ন
পতিত সরকার ও তাদের লোকজন গা বাঁচাতে তিন দাই। তারা এখন জিকির আজকারে মশগুল। কারণ, তারা জানে তারা আগামী দু’এক সেকশনের আগে নিজেদের মাঠে নামার চিন্তা করতে পারবেনা। তাই, তারা শান্ত বেশে বাঁচতে চাই। কিন্তু হঠাৎ তাদের নিষিদ্ধের মধ্য দিয়ে শান্ত পরিস্থিতিকে অশান্ত করছে অন্তর্বর্তীকালীন সরকার।
এগুলোতো প্রকারান্তরে আওয়ামীলীগকে সুযোগ করে দেয়া। যারা বিগত ১৬ বছরে সুবিধা নিয়েছে এখনও নিবে। আর যারা বিগত ১৬ বছর রাজনৈতিকভাবে বঞ্চিত ছিল তারা এখন শুধু রাজনৈতিকভাবে বঞ্চিত নয় তাদের আইন করে বঞ্চিত করছে সরকার। যেমনি ২০০৩ সালে বিএনপি তথাকথিত “শিক্ষক নিবন্ধন” করে বঞ্চিত করছিল তাদের লোকজনকে। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় এসে টাকার বিনিময় সহজলভ্য নিবন্ধনের মাধ্যমে তাদের দলীয় লোকজনকে নিয়োগ দেন। যারা এসব করছেন সবিনয়ে বলছি, এসকল পাগলামি বাদ দিয়ে ১৬ বছর যারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল তাদের বিষয়ে কি করা যায় তা নিয়ে ভাবুন। অন্যথায় প্রতিবিপ্লব আপনাদের জন্য প্রস্তুত। যার জন্য একমাত্র দায়ী হবেন আপনারা।