আজিজুর রহমান, নোয়াখালীঃ আজ ০৭/১০/২৪ইং রোজ সোমবার নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় "ইসলামী আন্দোলন বাংলাদেশ" হাতিয়া উত্তর শাখার উদ্যোগে হাতিয়া বাজার গণ জমায়েত আয়োজন করা হয়।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পরবর্তী রাষ্ট্র সংস্কারে পীর সাহেব চরমোনাই ঘোষিত ৯ দফা বাস্তবায়নের দাবীতে,
"নেতা নয় নীতির পরিবর্তন চাই, পীর সাহেব চরমোনাই" এই স্লোগান কে সামনে রেখে বাদ আসর
উক্ত গণ জমায়েতে হরণী ইউনিয়ন'র ইসলামী আন্দোলনের অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত হয়ে গণ জমায়েত কে সাফল্য মন্ডিত করে তোলেন ।
উদ্ভোধনী বক্তব্য রাখেন, মাওঃ ওমর ফারুক, সাধারণ সম্পাদক- "ইসলামী আন্দোলন বাংলাদেশ" হাতিয়া উত্তর
শুভেচ্ছা বক্তব্য রাখেন, মোঃ গোলাম মাওলা,
সভাপতি - "ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ" হাতিয়া উত্তর।
মোঃ আব্দুল কাদের, সভাপতি- "ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ" হাতিয়া উত্তর।
হাফেজ মূঈনুল ইসলাম, সভাপতি "ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ" হাতিয়া উত্তর।
আরো বক্তব্য রাখেন, হাফেজ আব্দুল করিম,
ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক-"ইসলামী আন্দোলন বাংলাদেশ" হাতিয়া উত্তর।
হাফেজ আরাফাত, সাংগঠনিক সম্পাদক-ইসলামী আন্দোলন বাংলাদেশ" হাতিয়া উত্তর।
মুহাম্মদ আসাদুল্লাহ গালিব, সাধারণ সম্পাদক- "ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ"হাতিয়া উত্তর।
রফিক মোল্লা,সাধারণ সম্পাদক-" ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ" হাতিয়া উত্তর।
মুফতি নুরুল ইসলাম, সহ-সভাপতি-"ইসলামী আন্দোলন বাংলাদেশ" হাতিয়া উত্তর।
[caption id="attachment_1843" align="alignnone" width="300"] বাদ মাগরিব বক্তব্য রাখবেন-ছাত্র আন্দোলনের অতিথিবৃন্দ,[/caption]
মোঃ সাইফুল ইসলাম,সেক্রেটারি-" বাংলাদেশ জামাতে ইসলামী" ১ নং হরনী ইউনিয়ন।
আবু যর গিফারী সুমন, সভাপতি-" ইসলামী আন্দোলন বাংলাদেশ "হাতিয়া উত্তর।
মোঃ ইকবাল মাহমুদ, সভাপতি -ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ" নোয়াখালী জেলা দক্ষিণ।
দোয়া ও মুনাজাত করেন,মাওলানা আবদুল মান্নান, সাধারণ সম্পাদক- মুজাহিদ কমিটি বাংলাদেশ,হাতিয়া উত্তর।
পবিত্র কোরআন তিলাওয়াত এর মাধ্যমে গণ জমায়েত আয়োজন শুরু হয়।
ইসলামী সংগীত পরিবেশনা করেন,সুরভী শিল্পী গোষ্ঠী।
গণ জমায়েত'র সভাপতিত্ব করেন,আবু যর গিফারী সুমন, সভাপতি-" ইসলামী আন্দোলন বাংলাদেশ "হাতিয়া উত্তর।
উপস্থাপনায় ছিলেন, মাওঃ ওমর ফারুক, সাধারণ সম্পাদক- "ইসলামী আন্দোলন বাংলাদেশ" হাতিয়া উত্তর।