আজ বৃহস্পতিবার (১৯/০৯/২০২৪) এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় হাতিয়ার কৃতি সন্তান তানভীর শরিফ হাতিয়ার হতদরিদ্র পরিবারের কথা প্রতিনিধি দলের নিকট তুলে ধরেন। তিনি মানব অধিকার সংস্থাগুলো যেন হাতিয়ার দিকে নজর দেয় এবং হাতিয়া নিয়ে কাজ করে সে বিষয়ে অবগত করেন। তারা ব্রাকের মাধ্যমে ফেনী নোয়াখালীর মানুষের পূর্বাসন করার জন্য ২ মিলিয়ন মার্কিন ডলার অনুদান প্রদান করেন এবং হাতিয়ার বিষয়টি তারা ওপর মহলে জানাবেন বলে আশ্বস্ত করেন।
তানভীর শরিফ বলেন, হাতিয়া সহ যে সকল এলাকায় উন্নয়ন হয়নি, রাস্তাঘাট হয়নি, বাহিরের এনজিওগুলো যেন এদিকে নজর দেয়, এজন্য আহ্বান জানিয়েছি হাতিয়ার একজন সন্তান হিসেবে।
এসময় প্রতিনিধি দলের সাথে ছিলেন ডেপুটি হাই কমিশনার জনাব ক্লিন্টন পব সহ মিস এনা পেটেরসন।