এই বাঙ্গালী জাতি যদি উন্নত ও উৎকৃষ্ট মানের হতাে তাহলে উন্নত মানের পুলিশ হতে পারতাে।
কেননা
সবচেয়ে বড় কথা হলো, রাশিয়া ইউরোপ আমেরিকা থেকে কেউ বাংলাদেশে পুলিশিং করতে আসে না।
বাংলাদেশের জনগণ থেকেই কিন্তু পুলিশে নিয়োগ দেয়া হয়।
অতএব
বাংলাদেশের মোট জনগণ থেকে পুলিশকে কখনো আলাদা করে দেখার সুযোগ নাই। এদেশের জনগনেরই অংশ পুলিশ।
একটু গভীরে সুচিন্তিত মতামতে দেখা যায়,
“পুলিশ হলো সামাজিক আচরণের উৎকৃষ্ট প্রতিফলন। সমাজ যদি উচ্ছৃঙ্খল হয়, পুলিশও উচ্ছৃঙ্খল হবে, সমাজ যদি দুর্নীতিগ্রস্ত হয়, পুলিশও দুর্নীতিগ্রস্ত হবে, এবং এটাই খুব স্বাভাবিক হিসাব।
অন্য দিকে
এই সমাজ যদি সহনশীল, শিক্ষিত ও মানবিক আচরণে অভ্যস্ত হয় পুলিশও একই রকম সহনশীল ও মানবিক আচরণে অভ্যস্ত হয়ে পড়বে।”
এই পুলিশ সেক্টর ছাড়াও জন সম্পৃক্ত আরো যেসকল সেক্টর রয়েছে সেগুলোর অবস্থা খুবই বাজে।
রাজনীতির সেক্টর সবচে বেশী খারাপ
জাতীয় থেকে তৃনমূল অজপাড়াগাঁ সবচে বেশী মানুষ অলওয়েজ পাওয়ার পার্টি,
একই পরিবারে শলা পরামর্শে সব পার্টি করে, এরা দূর্নীতি আশ্রয়ে হঠাৎ বড়লোক বনে যায়।
আমাদের জনপদের মানুষ যে কয়জন রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যবসায় গত ১৫ বছরে কোটিপতি হয়ে গেলো,,,
সেই সব কয়টা পরিবার সদস্যদের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা একটু বিশ্লেষণ করলে এ কথাগুলো একদম ক্লিয়ারে প্রামাণ্য মিলে যাবে । কথাগুলো বলেছেন, হাতিয়ার বিশিষ্ট সমাজ সেবক ও আইনজীবী ফজলে এলাহী তুহিন।