নিউজ ডেস্ক: হজ্জ লাইসেন্স এর মালিকদের পবিত্র সংগঠন হাব। অভিযোগ রয়েছে ২০১৯ সালে এম শাহাদাত হোসাইন তসলিম (প্রধান সমন্বয়কারী: আটাব সম্মিলিত ফোরাম, সভাপতি হাব) ও সুবিধাবাদী কিছু লাইসেন্স এর মালিক "হাব" অফিস দখল করে।
তারা প্রথমে বিমানের টিকেটের সিন্ডিকেট গঠন করে। পবিত্র হজ এর টিকেট এক লাখ টাকা থেকে পর্যায়ক্রমে ২ লাখ টাকা করে ফেলেন, যার কারণে হাজীদের হজ প্যাকেজ এর মূল্য অনেক বৃদ্ধি পায়।
গত ৬ বছরে বিমানের টিকেট ও ১% বাড়ি ভাড়া থেকে তসলিম ও তার সংগীয়রা ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করে।
আরও অভিযোগ রয়েছে কোন হজ লাইসেন্স এর মালিক ন্যায়-নীতির কথা বললে তার লাইসেন্স এর মাধ্যমে কোন কাজ করতে পারত না । এমনকি হাব অফিসে ডেকে নিয়ে মারধর করতো।
একাধিক "হাব" সদস্যের ধর্ম উপদেষ্টা এবং ছাত্র-জনতার নিকট বিনীত আবেদন, বিমানের টিকেট সিন্ডিকেট, হজের আনুষাঙ্গিক খরচ নির্ধারণ করণ এবং এতদ্ব বিষয়ে অপকর্মের মূল হোতা তসলিম সহ তার দোসরদের অপসারন করা।