ডেস্ক রিপোর্ট: টিএমএসএস চট্টগ্রাম ওটি-৫ এর আওতায় সাতকানিয়া জোনের কর্মকৌশল নির্ধারণ বিষয়ক কর্মী সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (২ আগস্ট) চট্টগ্রাম সাতকানিয়া রোড ভিউতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাতকানিয়া জোন প্রধান নজরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমেইন প্রধান আবদুর রাজ্জাকসহ সংশ্লিষ্ট এরিয়া প্রধান, বিভিন্ন শাখার সিনিয়র ফিল্ড সুপারভাইজার ও সুপারভাইজারবৃন্দ।
দিনব্যাপী এ সম্মেলনে বিগত ২০২৩-২৪ অর্থ বছরের অগ্রগতি পর্যালোচনা ও ২০২৪-২৫ অর্থ বছরের কর্ম পরিকল্পনা করা হয়।
এসময়, শতভাগ অগ্রগতি অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সকাল ৯টায় শুরু হয়ে সন্ধ্যা ৮টায় শেষ হয় এ সম্মেলন।