বিয়োগচিহ্ন
সুবর্ণচর প্রতিনিধি: দুষ্ট সঙ্গ মানুষকে ধ্বংস করে। কেউ যদি প্রজ্ঞায় বৃদ্ধি পেতে চায় তাহলে তাকে অবশ্যই মন্দ সঙ্গীদের এড়িয়ে চলতে হবে। মন্দ যোগাযোগ ভালো আচরণকে কলুষিত করে।
এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নোয়াখালীর সুবর্ণচরে অবস্থীত রশিদিয়া আরাবিয়া দাখিল মাদ্রাসা'র দাতা ও প্রতিষ্ঠাতা মহি উদ্দিন মানিক বলেন, ভালো এবং মন্দ বিপরীত বিষয়, ভালো মানুষ এবং খারাপ মানুষও বিপরীত ধরণের ব্যক্তি। তারা চিরশত্রু ।
তিনি আরও বলেন মন্দ লোকেরা অন্ধকারে বাস করে, এবং অহংকারী ও অজ্ঞ হৃদয়ের অন্ধত্ব দ্বারা তারা একটি কর্মহীন জীবনের মাধ্যমে হোঁচট খায়।
এছাড়াও মানিক বলেন আপনাকে অবশ্যই আপনার বন্ধু এবং সহযোগীদের সাবধানে ও কঠোরভাবে পরিমাপ করতে হবে আর যারা মন্দ স্বভাবের তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে।