সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া'র আয়োজনে সার, বীজ ও কীটনাশক (ইনপুট ট্রেডার্স) ব্যবসায়ীদের নিয়ে দিনব্যাপী একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ জুন) উপজেলার সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়স্থ প্রশিক্ষণ কক্ষে "ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং অন বিজনেস স্কিল" শীর্ষক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের সার্বিক কার্যক্রম পরিচালনা করেন সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার নোয়াখালী অঞ্চলের সিনিয়র প্রোগ্রাম অফিসার মোহাম্মদ সাইফুল্লাহ। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে অংশগ্রহন করেন অংশগ্রহণ সংস্থার স্মল বিজনেস সাপোর্ট অফিসার মো. শাহীনুল কবির, প্রজেক্ট এক্সটেনশন অফিসার মো. রেদওয়ান হোসেন, ইস্ট ওয়েস্ট সীড কোম্পানির সুবর্ণচর উপজেলা ডিলার নেয়াজের রহমান প্রমুখ।
প্রশিক্ষণে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার আওতায় পরিচালিত 'স্মার্ট ফার্মিং হেলদি ফুড প্রজেক্টে'র কর্ম এলাকার বিভিন্ন বাজার থেকে ৩৫ জন ব্যবসায়ী অংশগ্রহন করেন।