নিজস্ব প্রতিবেদক: সুবর্ণচরে আলহাজ্ব খলিল উল্যাহ মিয়া কলেজের ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, রোজ বুধবার সকাল সাড়ে ১০টায় উক্ত কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কলেজ কর্তৃক আয়োজিত উক্ত কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে আজকের স্মরণীয় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর জব্বার ডিগ্রি কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন ফরহাদ, বিশেষ প্রতিনিধি হিসেবে ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী সায়েদুল হক ভূঁঞা ও কলেজ প্রতিষ্ঠাতা এডভোকেট ওমর ফারুক (চেয়ারম্যান, চর জব্বর ইউপি)।
আজকের এ অনুষ্ঠান ছিল ২০২২ সালে প্রতিষ্ঠিত অত্র কলেজের প্রথম বিদায় ও দোয়ার অনুষ্ঠান। তাই শিক্ষক শিক্ষার্থী সকলের মাঝে এ অনুষ্ঠান ছিল খুবই তাৎপর্যপূর্ণ।
এসময়, কলেজের মনোরম পরিবেশে শিক্ষক শিক্ষার্থীদের একে অপরের সাথে ফটোসেশান করতে দেখা যায়। তাদের এ অকৃত্রিম ভালবাসা প্রমাণ করে তারা প্রত্যেকে সদ্য প্রতিষ্ঠিত কলেজের অগ্রগতির জন্য বেশ আন্তরিক। অবশ্য তাদের এ অগ্রগতি নির্ভরও করে আজকের বিদায়ী শিক্ষার্থীদের ফলাফলের উপর। তাই তারা প্রত্যেকে আশাবাদী তাদের প্রথম বিদায়ী শিক্ষার্থীরা তাদেরকে ভাল একটি ফল উপহার দিবেন।