সুবর্ণচর প্রতিনিধি: পেশাজীবি হিসেবে একজন সাংবাদিকের কাজই হচ্ছে, সাংবাদিকতায় সহায়তা করা। বিভিন্ন বয়সের পুরুষ কিংবা নারী সাংবাদিকতাকে অন্যতম মর্যাদাসম্পন্ন পেশারূপে বেছে নিচ্ছেন।
অনেক প্রবাসী আছেন যারা প্রবাসে সাংবাদিকতায় অসামান্য ভূমিকা পালন করছেন। তাদের প্রতিবেদনে আমরা প্রবাসীদের সুখ এবং দুঃখের নানাবিধ খবর জানতে পারি।
আমাদের প্রবাসী সাংবাদিকেরা যথাযথ গবেষণালব্ধ তথ্য, লেখনী এবং প্রতিবেদন রচনা করে গণমাধ্যমে উপস্থাপন করেন। বিশেষ করে প্রবাসে সাংবাদিকদের সাক্ষাৎকার পর্ব গ্রহণ আকর্ষণীয়। আবার তারা চাকরিরত অবস্থায় প্রবন্ধ রচনা করেন যা সাংবাদিকতার অংশ বলা যায়।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলাধিন ৩নং চরক্লার্ক ইউনিয়নের আবুল কালাম ফয়সাল দিন বদলের আশায় বুক বেঁধে সুদূর কাতারে প্রবাস জীবন অতিবাহিত করছেন। মানুষটি চাকুরির পাশাপাশি সাংবাদিক হিসেবে কাজ করছেন আমেরিকা থেকে প্রকাশিত "বিশ্ববাংলা টিভি" (ইলেক্ট্রনিক্স মিডিয়া), জাতীয় দৈনিক লাখোকন্ঠ (প্রিন্ট মিডিয়া), বাংলা ট্রিবিউন, ঢাকা টাইমস, ঢাকা মেইল (অনলাইন মিডিয়া)। এছাড়াও তিনি স্বদেশের সুবর্ণ প্রেসক্লাবের সদস্য।
এ প্রতিবেদককে ফয়সাল মুঠোফোনে বলেন, প্রবাসীদের ঘটনা বহুল জীবনের গুরুত্বপূর্ণ দিক সমূহ গণমাধ্যমে তুলে ধরাকে একজন সংবাদকর্মী হিসেবে দায়িত্ব মনে করি।