মো. নিজাম উদ্দিন
আজ ১৭ জুন সোমবার সারা দেশে উদ্যাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। আরবি মাসের ১০ জিলহজ তারিখে এই ঈদ উদ্যাপিত হয়। এরই মধ্যে শনিবার পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য এবং এর বাইরে অনেক দেশেই রোববার ঈদ উদ্যাপিত হয়েছে।
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। মুসলমানদের জীবনে বছরে দুটি খুশির দিনের একটি এই ঈদুল আজহা। আজ সকালে নতুন কাপড় পরে সুগন্ধি মেখে মসজিদ কিংবা ঈদগাহে এক কাতারে দাঁড়ালেন ধনী–নির্ধন সবাই। সুবর্ণচরের প্রায় মসজিদে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল সাতটা থেকে আটটায়।
নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় হয়েছে পশু কোরবানি। সুবর্ণচরে সাধারণত গরু বা ছাগল কোরবানি দেওয়া হয়। তবে মধ্যপ্রাচ্যসহ অন্যান্য দেশে দুম্বা, ভেড়া ও উট কোরবানি দেওয়ার প্রচলন রয়েছে।
পবিত্র ঈদ-উল-আজহা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সুবর্ণ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মো. নিজাম উদ্দিন বলেন, আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা। এ উৎসবের সঙ্গে মিশে আছে চরম ত্যাগের দৃষ্টান্ত। আল্লাহর নির্দেশে নিজ পুত্র হজরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হজরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, অবিচল আনুগত্য ও অসীম আত্মত্যাগের যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা ইতিহাসে অতুলনীয়।
নিজাম উদ্দিন আরও বলেন পবিত্র ঈদুল আজহা তাই আত্মত্যাগে ডুবে যাওয়ার দিন। এর শিক্ষা হলো, মনের পশুকে জবেহ করে আত্মশুদ্ধি করা। সব ধরনের অন্যায়, অবিচার, মিথ্যা ও অধর্মের বিরুদ্ধে সাহসের সঙ্গে গর্জে ওঠা।
এছাড়াও নিজাম উদ্দিন বলেন, আশাকরি আমরা সকলে অবগত আছি সূরা হজের ৩৭ নম্বর আয়াতে বর্ণিত বাণীটি। তারপরও প্রাসঙ্গিক হওয়াতে বলছি উক্ত আয়াতে আল্লাহ বলেছেন, তোমাদের জবাই করা পশুর রক্ত-মাংস আল্লাহর কাছে পৌঁছায় না। তিনি দেখেন তোমাদের মনের তাকওয়া। আর এই তাকওয়া মানে হচ্ছে, আত্মশুদ্ধি, নিষ্কৃতি লাভ করা, ভয় করা। অর্থাৎ আল্লাহকে ভয় এবং তাঁর সন্তুষ্টি লাভের আশায় অপরাধ, অন্যায় ও আল্লাহর অপছন্দের কাজ থেকে নিজেকে দূরে রাখার নাম তাকওয়া।
অবশেষে অধ্যাপক মোঃ নিজাম উদ্দিন বলেন, আমরা প্রত্যেকে অন্তরের পশুত্বকে কোরবানি দিয়ে স্ব-স্ব আত্মাকে শুদ্ধ করে সুন্দর আগামী বিনির্মান করবো।