সুবর্ণচর উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাস ভবনে আগুনের ঘটনা ঘটেছে।
আজ রাত আনুমানিক ৮ টা ৪৫ মিনিটের সময় এ দুর্ঘটনা ঘটে।
এসময় ফায়ার সার্ভিস তাৎক্ষনিক খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এবং তা নিয়ন্ত্রণ করেন।
সুবর্ণ বার্তার পক্ষ থেকে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে যায়। এসময় ফায়ার সার্ভিস কিংবা দায়িত্বশীল কাউকে আমরা ঘটনাস্থলে পাইনি।
বাসার পরিস্কার কাজে ব্যস্ত কিছু লোক থেকে জানা যায়, এসি দুর্ঘটনা জনিত কারণে এ আগুনের সুত্রপাত হয়েছে। এসময় বাসায় কেউ না থাকায় বড় ধরণের কোন দুর্ঘটনা ঘটেনি। তবে এটি নেহাৎ দুর্ঘটনা নাকি নাশকতা তা এখনও স্পষ্ট নয়। এবিষয়ে অধিকতর তদন্ত প্রয়োজন।