নোয়াখালীতে জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
৯ (জুন রবিবার) নোয়াখালী জেলা পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে পুলিশ অফিসার ও সদস্যদের নিয়ে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত প্যারেডে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, বিপিএম,পিপিএম নোয়াখালী মহোদয়।
উক্ত কুচকাওয়াজ ও অভিবাদন প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন জনাব নিত্যানন্দ দাস,সহকারী পুলিশ সুপার(চাটখিল সার্কেল),নোয়াখালী।
এই সময় উপস্থিত ছিলেন জনাব বিজয়া সেন,অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), নোয়াখালী। জনাব নাজমুল হাসান রাজীব, পিপিএম-বার,অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল), নোয়াখালী সহ সাপ্তাহিক মাস্টার প্যারেড অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা।
প্যারেড পরিদর্শন শেষে মাননীয় পুলিশ সুপার মহোদয় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ও প্যারেডের মান উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ের ওপর দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।পরিশেষে কুচকাওয়াজে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানায় এবং সুস্থতা কামনা করে সমাপ্তি করেন, এবং পরবর্তীতে অস্ত্রাগার ও যানবাহন শাখা পরিদর্শন করেন।