গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর এমন একটি সামাজিক মাধ্যম যেখানে পৃথিবীর সকল প্রান্তের মানুষ একটি একক সমাজে বসবাস করে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সহজেই তাদের চিন্তা-ভাবনা, সংস্কৃতি-কৃষ্টি ইত্যাদি একে অপরকে জানিয়ে থাকে। তথ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি ও দ্রুত বিস্তারের ফলে পৃথিবী ছোট হয়ে আসছে।যা
র দরুন আমরা সহজেই দূরবর্তী স্থান থেকেও তথ্যের খবর দেখতে পারছি, জানতে পারছি। পৃথিবীব্যাপী স্বল্প সময়ে এই যোগাযোগ সুবিধার ফলেই বিশ্বকে একটি গ্রাম হিসেবে তুলনা করা হচ্ছে। এজন্যে বর্তমান বিশ্বকে গ্লোবাল ভিলেজ বলা হয়। বিশ্বায়ন (Globalization) প্রক্রিয়ার মাধ্যমে যে সমাজ ব্যবস্থা গড়ে ওঠে তাই হচ্ছে বিশ্বগ্রাম (Global village.) আমরা প্রত্যেকেই এখন সেই বিশ্বগ্রামের সদস্য। যেখানে প্রতিনিয়ত দেখা হয়, কথা হয়, হয় কৌশল বিনিময়। যেমনি হয় গ্রামে ঘর থেকে বের হলে প্রতিবেশীর সাথে। আর এর মাধ্যমে জানা হয় আমাদের একে অপর সম্পর্কে। কি অবস্থা? কেমন আছেন? কেমন চলছে জীবন ইত্যাদি ইত্যাদি। আর এর মাধ্যমে পৃথিবী এখন হাতের মুঠে।