শপথ গ্রহণ করলেন সুবর্ণচর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মাহিলা ভাইস-চেয়ারম্যান।
আজ ২৮ মে চট্টগ্রামের সার্কিট হাউজে অনুষ্ঠিত অনুষ্ঠানে এ শপথ গ্রহণ করেন তারা। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসন চট্টগ্রাম। এতে চেয়ারম্যান হিসেবে আতাহার ইশরাক সাবাব চৌধুরী, ভাইস-চেয়ারম্যান আবদুল্লাহ আল্ মামুন জাবেদ ও মহিলা ভাইস-চেয়ারম্যান মুন্নি আহমেদ শপথ গ্রহণ করেন।
গত ৮ মে প্রথম ধাপের নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন তারা। নির্বাচিত হওয়ার পর আজ শপথ গ্রহণ করেন তারা। তাদের এ শপথ গ্রহণের মাধ্যমে আজ থেকে শুরু হল তাদের চেয়ারম্যান হিসেবে নতুন পথ চলা।
শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানা জেলা প্রশাসন।