সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষা-২০২৪ ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে সর্বোচ্চ নাম্বার নিয়ে জিপিএ-৫ পেয়েছেন হাতিয়ার মেধাবী সন্তান জাঈমা হাসান শাইবা।
জাঈমা ১৩০০ নাম্বারের মধ্যে পেয়েছেন ১২৭০! জাঈমার এ সাফল্য তার প্রতিষ্ঠান নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইতিহাসেও সর্বোচ্চ! জাঈমা ইতোপূর্বেও তার প্রতিষ্ঠানসহ বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্বের স্বাক্ষরপূর্বক ক্রেস্ট এবং স্বর্ণপদক অর্জন করেছেন।
জাঈমা নোয়াখালী হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের সাবেক স্বনামধন্য চেয়ারম্যান ও বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম নুরুল হক চেয়ারম্যান সাহেবের ছেলে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা জনাব মো. হাসানুল হক দিনারের সুযোগ্য কন্যা। তার মা সাফিয়া সুলতানা চর জব্বর ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক।
তার এ অভূতপূর্ব সাফল্যে উচ্ছসিত তার মা-বাবা, আত্মীয় স্বজন, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসী। সোস্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে জাঈমাকে নিয়ে তাদের উপরন্তু অভিনন্দন পোস্ট তারই দৃষ্টান্ত। এসময় তারা জাইমার উত্তরোত্তর সাফল্য কামনাসহ তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।