সুবর্ণ বার্তা নিউজ ডেস্ক: কালবেলার "ডেপুটি চিফ রিপোর্টার" হিসেবে পদোন্নতি পেলেন সুবর্ণচরের ইউসুফ আরেফিন। ইতোপূর্বে তিনি কালবেলার একজন জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে সুনামের সহিত করে আসছেন। তার কর্ম দক্ষতার ভিত্তিতে গতকাল মঙ্গলবার (২১ মে) কালবেলা কর্তৃপক্ষ তাকে এ পদোন্নতি দেন।
এসময় উপস্থিত ছিলেন কালবেলার উর্ধ্বতন কর্তৃপক্ষ।
এবিষয়ে ইউসুফ আরেফিন সকলের সহযোগিতা চেয়ে তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন।
পাঠক সুবিধার্থে স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল-
"আমি খুবই সাধারণ রিপোর্টার। অথচ কালবেলা কর্তৃপক্ষ অনেক বড় একটি দায়িত্ব কাঁধে তুলে দিয়েছে। ‘ডেপুটি চিফ রিপোর্টার’ পদে কাজ করার দায়িত্ব। শ্রদ্ধেয় সম্পাদক মহোদয়, উপ-সম্পাদক মহোদয়, বার্তা সম্পাদক, যুগ্ম বার্তা সম্পাদক, চিফ রিপোর্টারসহ সকল সহকর্মীর সহযোগিতা ছাড়া দায়িত্ব পালন কঠিন। সবার সহযোগিতায় এগিয়ে যাবে কালবেলা।"
ইউসুফ আরেফিনের বাড়ি সুবর্ণচর উপজেলার ৫নং চর জুবিলী ইউনিয়ন। সে কালবেলা সুবর্ণচর উপজেলা প্রতিনিধি খন্দকার দিদারুল আলমের বড় ভাই।