1. my@subarnabarta.online : সুবর্ণ বার্তা : সুবর্ণ বার্তা
  2. info@www.subarnabarta.online : সুবর্ণ বার্তা :
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন

সুবর্ণচরে সলিডারিডাড’র মেগা ফিল্ড-ডে অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশিত: শনিবার, ৪ মে, ২০২৪
  • ১০১ বার পড়া হয়েছে

নোয়াখালীর সুবর্ণচরে বেসরকারি উন্নয়ন সংস্থা সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া’র উদ্যােগে সয়াবিন চাষের উপর মেগা ফিল্ড-ডে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ এপ্রিল) উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নে প্রায় ৫ শতাধিক স্থানীয় সয়াবিন চাষী কৃষকদের নিয়ে এই ফিল্ড-ডে অনুষ্ঠানের আয়োজন করে সংস্থাটি।

অনুষ্ঠানে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার হেড অব সাপ্লাই চেইন এন্ড প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট মোহাম্মদ মজিবুল হকের সঞ্চালনায় এবং কৃষি সম্প্রসারন অধিদপ্তর নোয়াখালী জেলার উপ-পরিচালক মো. শহীদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গিয়াস উদ্দিন মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন HSBC-বাংলাদেশে’র কান্ট্রি হেড (ফাইন্যান্স) মো. শহিদুজ্জামান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুল করিম, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার কান্ট্রি ম্যানেজার সেলিম রেজা হাসান, নারিশ কোম্পানির গ্রুপ ডিরেক্টর সাইফুল খালেদ, বারটান চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মুহাম্মদ নুর আলম সিদ্দিকী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নোয়াখালী জেলার প্রশিক্ষক কর্মকর্তা শহীদুল ইসলাম, বিনা নোয়াখালী উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ মো. জুয়েল সরকার, সুবর্ণচর উপজেলা কৃষি অফিসার মো. হারুন অর রশিদ, সলিডারিডাড নোয়াখালী অঞ্চলের প্রজেক্ট ম্যানেজার এ.কে.এম. ফেরদৌস, এসিস্ট্যান্ট ম্যানেজার মো. ফরহাদ হোসেন, সিনিয়র প্রোগ্রাম অফিসার মোহাম্মদ সাইফুল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে আলোচনা করার সময় প্রধান অতিথি বলেন, “বিইউ সয়াবিন-২ ও বিইউ সয়াবিন-৪ সাধারণত অন্যান্য সয়াবিনের চেয়ে আকারে বড় হয় এবং ফলনও বেশি হয়। নতুন উদ্ভাবিত এ জাতের সয়াবিন চাষ করে কৃষকরা অনেক বেশি লাভবান হতে পারে।” আলোচনা করার সময় অন্যান্য বক্তারাও সয়াবিন চাষের প্রয়োজনীয়তা, সয়াবিনের পুষ্টিগুণ, বিভিন্ন ধরনের খাবার ও পণ্য তৈরিতে সয়াবিনের ব্যবহার সহ সয়াবিন চাষ বিষয়ে তথ্যবহুল নানা বিষয় তুলে ধরেন।

প্রসঙ্গত, উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের হাজিপুর গ্রামের কৃষক মো. নুর উদ্দিনকে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার P2P প্রকল্পের আওতায় ২.৫ একর জমিতে সয়াবিনের প্রদর্শনী দেয়া হয়। তাতে উল্লেখিত জাতের বীজের মাধ্যমে ভালো ফলন হওয়ায় কৃষকদেরকে সয়াবিন চাষে আরো বেশি উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ মেগা ফিল্ড-ডে কর্মসূচির আয়োজন করা হয়।

সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া নেদারল্যান্ড সরকার ও HSBC ব্যাংকের আর্থিক সহযোগিতায় নোয়াখালী ও লক্ষীপুর জেলায় সয়াবিন উৎপাদন এবং বাজারজাতকরণ নিয়ে বৃহৎ পরিসরে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট